বেনাপোল প্রতিনিধি:
চট্রগ্রাম থেকে বেনাপোল গামী একটি গ্রীন লাইন পরিবহনের সিটের নীচে পরিত্যক্ত অবস্থায় ১০ পিস স্বর্ণেরবার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বৃহস্পতিবার (২৩জুন) সকাল ১০ টার দিকে পরিবহনটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে ওই পরিবহনে তল্লাশি চালিয়ে ৭৬৬ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণেরবার জব্দ করেছে বিজিবি সদস্যরা।
যার সিজার মূল্য ৬৬ লাখ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী স্বর্ণ জব্দের বিষয়টি নিশ্চিত জানান, গোপন সংবাদে জানতে পারি চট্রগ্রাম থেকে বেনাপোলগামী গ্রীন লাইন নামের পরিবহনে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের জন্য বেনাপোলের উদ্দেশ্যে আসছে। পরিবহনটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে তাতে তল্লাশি চালিয়ে সিটের নীচ থেকে ১০ টি স্বর্ণেরবার পাওয়া যায়। এ সময় স্বর্ণের কোন মালিক সনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
বিএসডি/ এমআর