আন্তর্জাতিক ডেস্ক:
পূর্ব ইউক্রেনে রুশ বাহিনী নির্ভুল হামলায় ৮০ জনের বেশি পোলিশ যোদ্ধাকে হত্যা করেছে। রাশিয়ার পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। শনিবার (২৫ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদন এই তথ্য জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, দোনেতস্ক অঞ্চলে কনস্তানতিনোভকার মেগাটেক্স জিঙ্ক কারখানায় নির্ভুল হামলায় ৮০ জন পোলিশ ভাড়াটে সেনা, ২০টি সাঁজোয়া যুদ্ধযান এবং আটটি গ্র্যাড একাধিক রকেট লঞ্চার ধ্বংস হয়েছে।
এদিকে ইউক্রেনের উত্তরে সীমান্তবর্তী অঞ্চল চেরনিহিভে রাশিয়ার মিত্র দেশ বেলারুশের ভূখণ্ড থেকে ব্যাপক বোমাবর্ষণ চালানো হয়েছে বলে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে।
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ড ফেসবুকে বলেন, স্থানীয় সময় সকাল ৫ টা নাগাদ চেরনিহিভ অঞ্চল ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপক বোমাবর্ষণের শিকার হয়েছে। বেলারুশ থেকে থেকে এবং আকাশ থেকে দেশনা গ্রামকে লক্ষ্য করে ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।
বিএসডি/ফয়সাল