বিএসডি অনলাইন
ইউরোর প্রথম কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন। দুর্দান্ত লড়াইয়ের ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় ছিল ম্যাচ। লাল কার্ড খেয়ে দশ জনের দল নিয়েও স্পেনের আক্রমণ সামাল দিয়েছিল সুইজারল্যান্ড। কিন্তু টাইব্রেকারে আর পারলো না সুইসরা। এতে কোয়ার্টারেই শেষ সুইসদের স্বপ্নযাত্রা।সেন্ট পিটার্সবার্গে ম্যাচের ৮ মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন। জর্দি আলবার শটে ডেনিস জাকারিয়ার পায়ে লেগে দিক পরিবর্তন করে বল জড়িয়ে যায় জলে। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লুইস এনরিকের শিষ্যরা।ম্যাচের ৬৮ মিনিটে স্প্যানিশ রক্ষণভাগের ভুলে ম্যাচে সমতা ফিরিয়ে আনল সুইজারল্যান্ড। গোল করলেন শাকিরি। কিন্তু ৭৭ মিনিটে দশজনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। এ সময় সরাসারি লাল কার্ড দেখে বিদায় নেন রেমো ফ্রেউলার। বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় সুইজারল্যান্ড। ফলে ডিফেন্স জোরালো করার জন্য শাকিরি এবং সেফেরওভিচকে তুলে নিলেন সুইস ম্যানেজার। নির্ধারিত ৯০ মিনিটের শেষ দিকে একের পর এক আক্রমণ করে গেলেও গোলের দেখা পায়নি স্পেন। সুইস গোলরক্ষক ইয়ান সমার একাই রুখে দেন স্প্যানিশদের সকল প্রচেষ্টা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। বাড়তি সময়েও স্পেনকে জালের নাগাল পেতে দেয়নি তারা। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম শট পোস্টে লাগে বুসকেটসের। মিস করেন রিদ্রি। কিন্তু সুইস দলের হয়ে তিনজন মিস করেন। বৃথা গেল সুইস গোলরক্ষকের অনবদ্য লড়াই। শেষ শটে গোল করেন মিকেল। এতে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেলেন আলভারো মোরাতারা।
বিএসডি/সাজ্জাদ