নিজস্ব প্রতিবেদক:
পদ্মা সেতু প্রকল্পের সবচেয়ে বড় বাধা ছিল অর্থ। বিশ্বব্যাংকসহ একাধিক সংস্থা টাকা দেবে বলেও পিছিয়ে যায়। অবশেষে নিজের টাকায় করা হয়েছে এই সেতু। ২৬ জুন থেকে যাতায়াত শুরু করে হলো। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের বিচ্ছিন্ন দক্ষিণ-পশ্চিমের ২১টি জেলায় দেখা দিতে পারে শিল্পবিপ্লব। যেমন যমুনার ওপরে বঙ্গবন্ধু সেতু দেশের অর্থনৈতিক বিকাশের হারে ২ শতাংশ বৃদ্ধি ঘটিয়েছিল।
পদ্মা সেতু অর্থনীতিতে তার চেয়েও বেশি অবদান রাখবে। বরিশাল ও খুলনার যোগাযোগের ক্ষেত্রে আনবে বিপ্লব। এখন ঢাকা থেকে বরিশাল বা খুলনায় পণ্যবাহী ট্রাকের যেতে লেগে যায় দু–তিন দিন। পদ্মা সেতু দিয়ে যাওয়া যাবে এক দিনেই। পদ্মা সেতু বাংলাদেশের সক্ষমতার এক গুরুত্বপূর্ণ ইতিহাস। এভাবে আরও অনেক স্বপ্ন বাস্তবে ধরা দিক আমাদের কাছে।
বিএসডি/ফয়সাল