খেলাধূলা প্রতিনিধি:
সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। ৫ উইকেট হাতে রেখে ক্যারিবীয়দের লিড এরই মধ্যে ১০৬। দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগে দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। তবে পরের দুটি সেশন ভালো কাটেনি টাইগারদের।
এই বিষয়টিই হতাশ করেছে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে।
দ্বিতীয় দিনের খেলা শেষে ডমিঙ্গো বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের টেস্টগুলো যদি দেখেন, তাহলে দেখতে পাবেন আমরা একটা সেশন ভালো করেছি, পরের সেশনটা আবার খুব খারাপ করছি। আমার মনে হয়, ছেলেরা কিছুটা অধৈর্য। প্রথম সেশনে যেভাবে ওদের চেপে ধরেছিলাম, সেই চাপটা ৯০ ওভার পর্যন্ত ধরে রাখতে পারছি না। লাঞ্চের পরে বোলাররা যেভাবে বোলিং করেছে, এতে আমি সত্যিই হতাশ। ’
ক্যারিবীয় ক্রিকেটের ইতিহাস-ঐতিহ্যের কারণেও বাংলাদেশের চেয়ে এগিয়ে তারা। এমনটিই মনে করেন ডমিঙ্গো। প্রধান কোচ বলেন, ‘দেখুন, ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি আছে। ৮০-৯০ দশকে ওরা বিশ্বের সেরা টেস্ট দল ছিল। তাই ওরা জানে কিভাবে টেস্ট ক্রিকেটটা খেলতে হয়। টেস্ট ক্রিকেটের অনেক আইকনিক ক্রিকেটার আছে ওদের। আমাদের টেস্ট ম্যাচ সংস্কৃতি যেখানে থাকা দরকার সেখানে নেই। ’
বিএসডি/ফয়সাল