আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়া তার প্রতিবেশী মিত্র দেশ বেলারুশকে পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম ক্ষেপণাস্ত্র দিচ্ছে। আগামী মাস অর্থাৎ জুলাই থেকে এ ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করবে রাশিয়া।
বেলারুশ সীমান্তের কাছাকাছি পারমাণবিক অস্ত্রধারী ন্যাটো ফ্লাইট আসছে এমন অভিযোগের পর ভারী অস্ত্র সরবরাহের এ খবর এলো।
শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশকে ‘ইস্কান্দার-এম’ পারমাণবিক সক্ষম স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া।
গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে বেলারুশ প্রধান আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে এক সাক্ষাতে এ ঘোষণা দেন। এ বিষয়ে পুতিন বলেন, আগামী মাসগুলো আমরা বেলারুশের কাছে ইস্কান্দার-এম ট্যাক্টিক্যাল মিসাইল হস্তান্তর করব। যেন তারা অস্ত্রগুলো প্রচলিত ও পারমাণবিক সংস্করণে ব্যালিস্টিক বা ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে।
গত মে মাসে রাশিয়া থেকে ইস্কান্দার পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র ও এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনেছে বলে ঘোষণা দেন লুকাশেঙ্কো।
বিএসডি/ এমআর