বিনোদন ডেস্ক:
তারকা অভিনেত্রী মৌসুমীর কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন- ‘লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়। সামনে যেটা থাকে সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি।’
নিজ বাসার চার দেয়ালে থেকে মৌসুমীর এই মন খারাপের কারণ তাঁর সংসার জীবন নিয়ে ওঠা সাম্প্রতিক নানা গুঞ্জন। এবার নিজেদের মান-অভিমান সব ভুলে আবারও স্বাভাবিক জীবনে ফিরেছেন এই অভিনেত্রী। শুরু করেছেন কাজও।
গত ২৯ জুন রোববার বিএফডিসিতে ‘সোনার চর’ সিনেমার ডাবিংয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের বিরতি ভাঙলেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। ডাবিংয়ে অংশ নিয়ে মৌসুমী বলেন, ‘অনেক দিন পর কাজে ফিরতে পেরে বেশ ভালো লাগছে। সোনার চর জীবনঘনিষ্ঠ একটি সিনেমা। দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প তুলে ধরা হয়েছে এতে। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবাই পছন্দ করবেন।’
সোনার চর সিনেমার গল্প ১৯৭৫ সাল-পরবর্তী সময়ের। এই সিনেমার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন ওমর সানী। তাঁকে দেখা যাবে একজন লাঠিয়ালের ভূমিকায় অভিনয় করতে। এই ছবিতে আরও অভিনয় করেছেন জায়েদ খান। তাঁকে দেখা যাবে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে।