বিনোদন ডেস্ক:
চিত্রনায়িকা মাহিয়া মাহির ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা ‘অগ্নি’ ও ‘অগ্নি ২’। দু’টি সিনেমাই নারীকেন্দ্রিক।
এগুলোতে মাহিকে দেখা গেছে অ্যাকশন অবতারে। দর্শকের কাছে সিনেমা দু’টি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল। ভক্তদের কাছে মাহি পরিচিতি পান ‘অগ্নিকন্যা’ হিসেবে। এবার প্রযোজক আব্দুল আজিজ ঘোষণা দিলেন, ‘অগ্নি ৩’ আসছে।
এই ঘোষণায় স্বাভাবিকভাবেই দর্শকদের মনে আগ্রহ তৈরি হয়েছে। সবাই জানার চেষ্টা করছেন, এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে কে থাকবেন। আগের দু’টি সিনেমার মতো মাহিকেই নেয়া হবে নাকি নতুন কেউ আসবেন অগ্নি হয়ে? আজিজের ফেসবুক পোস্টে এক ব্যক্তি মন্তব্য করেন, আমি মাহিকেই চাইবো। ‘অগ্নি’ সিরিজে মাহিই সেরা পারফর্ম করেছে।
কিন্তু প্রযোজক আজিজ জানালেন, মাহি থাকছেন না। ওই মন্তব্যের জবাবে তিনি লিখেছেন, মাহির বর্তমানে বডি ফিটনেস আর ফ্লেক্সিবিলিটি নেই। বয়স হয়েছে। তাছাড়া এটা নতুন গল্প। সুতরাং মাহির থাকা উচিত নয়।
আজিজ বলেছেন, এই চরিত্রটির জন্য একজন সুপারফিট অভিনেত্রীর দরকার। তাই হলিউড থেকে কাউকে নেয়ার কথা ভাবছি। কারণ এবারের চরিত্রটি আগের চেয়ে আরও বেশি চ্যালেঞ্জিং। আরও বেশি ঝুঁকিপূর্ণ দৃশ্য আছে। সিনেমাটির গল্প চূড়ান্ত হয়ে গেছে। তবে নির্মাতা কে হবেন, সেটা এখনো চূড়ান্ত করা হয়নি।
আজিজ জানিয়েছেন, বাংলাদেশের সৈকত নাসিরের সঙ্গে প্রাথমিক আলাপ সেরেছেন। হয়তো তিনি পরিচালনা করবেন। আবার হলিউডের কোনো নির্মাতাও থাকতে পারেন। উল্লেখ্য, ‘অগ্নি’ মুক্তি পায় ২০১৪ সালে। দু’টি সিনেমাই পরিচালনা করেছিলেন ইফতেখার চৌধুরী। এতে মাহির সঙ্গে অভিনয় করেন আরিফিন শুভ।
সিনেমাটি সে বছর সফল হয়। এরপরের বছরই তাই জাজ মুক্তি দেয় ‘অগ্নি ২’। এতে মাহির বিপরীতে কলকাতার ওম সাহানিকে দেখা যায়। এটিও পেয়েছিল সাফল্য।
বিএসডি/ফয়সাল