নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ার মিরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাগ্নের হাতুড়ির আঘাতে মামা আইয়ূব আলী (৫৬) নিহত হয়েছেন।
শনিবার (২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আইয়ূব আলী উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার বিলপাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে। আর অভিযুক্ত ঘাতক সাজু একই এলাকার রাজ্জাক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে আইয়ূব আলী নিমতলা থেকে বাজার করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এমন সময় চৌদুয়ার বিলপাড়া এলাকায় পৌঁছালে রাস্তার পাশের ঝোঁপ থেকে হঠাৎ হাতুড়ি নিয়ে বেরিয়ে আসে তার চাচাতো বোনের ছেলে সাজু।
এরপর সাজু মোটরসাইকেলটি লাথি দিয়ে ফেলে দেয়। পরে মামা আইয়ূব আলী রাস্তার ধারে পড়ে গেলে হাতুড়ি দিয়ে মুখ ও মাথায় আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুত্বর আহতাবস্থায় আইয়ূব আলীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ভাগ্নে সাজু পলাতক রয়েছেন।
স্থানীয় আমলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে চাচাতো ভাগ্নের হাতুড়ির আঘাতে আইয়ূব আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকেই সাজু পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে।
বিএসডি/ফয়সাল