আন্তর্জাতিক ডেস্ক:
ইতালি ৭০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ খরার কারণে দেশটির উত্তরের কিছু অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। পো নদীর পার্শ্ববর্তী পাঁচটি অঞ্চলে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। লোম্বার্ডিসহ ওই পাঁচটি অঞ্চলকে পানির ঘাটতি মোকাবেলায় জরুরি তহবিলে ৩ কোটি ৬৫ লাখ ইউরো দেওয়া হবে।
কৃষক সংগঠন কোল্ডিরেত্তির মতে খরা ইতালির ৩০% এর বেশি কৃষি উৎপাদনকে হুমকির মুখে ফেলেছে। বেশ কয়েকটি পৌরসভা ইতিমধ্যেই পানির রেশনিং ঘোষণা করেছে।
গত শীত ও বসন্ত জুড়ে অস্বাভাবিক গরম আবহাওয়া এবং কম বৃষ্টিপাত উত্তর ইতালিতে পানির ঘাটতি বাড়িয়ে দিয়েছে। সরকার বলেছে, জরুরি অবস্থা ঘোষণার লক্ষ্য বর্তমান পরিস্থিতিকে বিশেষ ব্যবস্থার মাধ্যমে মোকাবেলা করা। পরিস্থিতির উন্নতি না হলে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিএসডি/ এমআর