পিরোজপুরে কচা নদীর উপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাউখালি প্রান্তের বিদ্যুৎ লাইনের তামার তার উদ্বোধনের আগেই চুরি হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) রাতে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে থানাপুলিশ ৫ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- ভান্ডারিয়া উপজেলার ভাঙারির দোকানদার বেলায়েত হোসেন, একই উপজেলার তারাবুনিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে কবির হোসেন (৪৫) ও দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের জলিল হাওলাদারের ছেলে বেলায়েত হাওলাদার (৩০), কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের জাকির আকনের ছেলে তরিকুল ইসলাম (২০), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে কাউছার হোসেন (২২) ও হোসেন গাজীর ছেলে ওহিদুল গাজী (২৫)।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমিন জানান, বিদ্যুতের তার চুরির অভিযোগে থানায় অজ্ঞাতনামাদের আসামি করে ওই সেতু নির্মানের দায়িত্বে থাকা চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান বাদী হয়ে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করেন। ওই মামলা তদন্ত করে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।
এসময় ওই ভাঙ্গারির দোকান থেকে চারটি বস্তায় ভর্তি অবস্থায় ওই মালামাল গুলো উদ্ধার করা হয়।
বিএসডি/ফয়সাল