খুলনা প্রতিনিধি,
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার তিন হাসপাতালে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে রোববার (০৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে করোনায় ১৪ জন ও উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে সাতজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে। তবে, শনিবার থেকে চালু হওয়া খুলনার আবু নাসের হাসপাতালের নতুন করোনা ইউনিটে প্রথমদিন কেউ মারা যায়নি। এখানে ভর্তি হয়েছেন ২৪ জন রোগী।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন— খুলনা মহানগরীর দৌলতপুরের বেগম (৫০), খানজাহান আলী রোডের শেখ ওহিদুজ্জামান (৬৮), দোলখোলা এলাকার আনোয়ারা বেগম (৬২), সদরের সরদার হায়বাদ আলী (৫৫), বাগেরহাটের ফুনিয়াবাই এলাকার জাহাঙ্গীর হোসেন (৫২) এবং বাগেরহাটের ডাকবাংলো এলাকার ইলিয়াস ফকির (৬০)। এছাড়া একজন উপসর্গে মারা গেছেন।
তিনি জানান, সর্বশেষ রোববার সকাল পযন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৭ জন। যার মধ্যে রেড জোনে ১০২, ইয়ালো জোনে ৫৫, আইসিইউতে ২০ ও এইচডিসিতে ২০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৪০ জন। এ সমসয় সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৫৫ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন—নগরীর টুটপাড়া এলাকার জহুরুল হক (৬৫) ও ডুমুরিয়া উপজেলার জাহানারা বেগম (৬০)। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।
অপরদিকে, বেসরকারি গাজী মেডিক্যাল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন— নগরীর বানিয়াখামার এলাকার আফতাব হোসেন (৭৬), ডুমুরিয়া উপজেলার চুকনগরের জাকির হোসেন (৫০), গোলনা এলাকার সালেহা বেগম (৬৭), বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা এলাকার কাজী আহাদ (২৬), নড়াইল সদরের দর্জিপুরের হালিমা বেগম (৫৫) ও সদরের গোবরা এলাকার মিঠু বিশ্বাস (৮১)।
তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১১৫ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৮ জন ও এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।
এদিকে, সদ্য চালু হওয়া খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, হাসপাতালে করোনা শনাক্ত হওয়া ২৪ জন রোগী ভর্তি রয়েছে। যার মধ্যে পুরুষ ১১ জন ও নারী ৭জন রয়েছে। তবে, প্রথমদিনে কোন রোগীর মৃত্যু হয়নি।
সাজ্জাদ/কাইয়ুম