খেলাধূলা প্রতিনিধি:
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি করে জিতে সমতায় অবস্থান করছে ইংল্যান্ড ও ভারত। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আজ তৃতীয় তথা সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি শুরু হবে। ২-১ ব্যবধানে টি২০ সিরিজ জয়ের পর এবার ওয়ানডেতেও সুযোগ এসেছে ভারতের সামনে।
যদিও শক্তিশালী ইংল্যান্ডের সামনে কাজটি করা সফরকারীদের জন্য সহজ হবে না। প্রথম ম্যাচে ইংলিশদের ১০ উইকেটে উড়িয়ে দিয়ে ওয়ানডে অভিযান দারুণভাবে শুরু করে রোহিত শর্মার দল। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে রিস টপলির আগুনঝরা বোলিংয়ে পুড়েছে ভারত, হেরেছে ১০০ রানে। তাই ইংল্যান্ডের সামনেও আজ সিরিজ জয়ের সুযোগ।
ইংলিশদের মাটিতে এর আগে দুটি সিরিজ জয়ের রেকর্ড রয়েছে ভারতের। ১৯৯০ সালে টেক্সাকো ট্রফিতে মোহাম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ইংল্যান্ডকে ২-০তে হারিয়েছিল ভারত। ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছিল তারা (একটি ম্যাচ পরিত্যক্ত হয়)।
দুই দল এ পর্যন্ত ২০টি দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছে। এর মধ্যে নয়টি সিরিজে ভারত, আটটিতে ইংল্যান্ড জেতে। তিনটি সিরিজ ড্র হয়। সর্বমোট ১০৫ ওয়ানডে ম্যাচের মুখোমুখিতে ভারত ৫৬টি ও ইংল্যান্ড ৪৪টি ম্যাচে জয় পেয়েছে। টাই হয়েছে দুটি ম্যাচ এবং তিনটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়।
বিএসডি/ এমআর