বিনোদন ডেস্ক:
তিন দিনব্যাপী ‘জাতীয় নৃত্যনাট্য উৎসব’ আয়োজন করছে শিল্পকলা একাডেমি। আগামীকাল বৃহস্পতিবার প্রথম দিন সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে।
শুরুতে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেবেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো।
আলোচনা শেষে দীপা খন্দকারের পরিচালনায় মঞ্চস্থ হবে মুনীর চৌধুরীর নৃত্যনাট্য ‘কবর’।
আলোচনা শেষে দীপা খন্দকারের পরিচালনায় মঞ্চস্থ হবে মুনীর চৌধুরীর নৃত্যনাট্য ‘কবর’।
এ ছাড়া সাজু আহমেদের পরিচালনায় ‘প্রসঙ্গ ৪৭’ এবং অনিক বোসের পরিচালনায় ‘চন্ডালিকা’ মঞ্চস্থ হবে।
২৪ জুলাই বিকেল ৫টা থেকে ওয়ার্দা রিহাবের পরিচালনায় ‘হাজার বছরের বাঙালি’; মাহবুব হাসান সোহাগের পরিচালনায় ‘বারামখানা’; নীলাঞ্জনা জুঁইয়ের পরিচালনায় ‘রূপান্তরের গান’ এবং সাহিদা রহমান সুরভীর পরিচালনায় ‘কুঞ্জ সাজাও গো’ নৃত্যনাট্য পরিবেশিত হবে।
২৫ জুলাই বিকেল ৫টা থেকে সমাপনী দিনে লুবনা মরিয়ম পরিচালিত ‘মায়ার খেলা’; কবিরুল ইসলাম রতন পরিচালিত ‘শ্যামা’; নিলুফার ওয়াহিদ পাপড়ি পরিচালিত ‘মেহের নেগার’ এবং এনামুল হক বাচ্চু পরিচালিত ‘রঙ্গিলা নায়ের মাঝি’ শিরোনামে নৃত্যনাট্য পরিবেশিত হবে। শহীদুল জহিরের ‘ডুমুরখেকো মানুষ’ মঞ্চায়ন :শিল্পকলা একাডেমিতে শহীদুল জহিরের গল্প ‘ডুমুরখেকো মানুষ’ মঞ্চায়ন হয়েছে।
গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হয়। প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ৪২তম ব্যাচের শিক্ষার্থীরা তাঁদের সমাপনী প্রযোজনা হিসেবে নাটকটির মঞ্চায়ন করেন।