আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি পার্কে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।
স্থানীয় সময় রোববার ( ২৪ জুলাই) এ গোলাগুলির ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, সান পেড্রোর পেক পার্কের ভিতরে বিকেল ৪টায় গাড়ির প্রদর্শনী চলাকালে গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, পেক পার্কের দুই গ্রুপের বিরোধ থেকেই এই গোলাগুলির ঘটনা ঘটেছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশের ক্যাপ্টেন কেলি মুনিজ সংবাদ সম্মেলনে বলেন, আমরা আলামত সংগ্রহের জন্য পার্কটি দ্রুত খালি করে দিই।
লস অ্যাঞ্জেলেস দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গুলিবিদ্ধ অবস্থায় চার জন পুরুষ ও তিন জন নারীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
বিএসডি/ফয়সাল