নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদরের বিভিন্ন এলাকায় অন্যের এনআইডি (জাতীয় পরিচয়পত্র) ব্যবহার করে নিবন্ধনকৃত সিম রোহিঙ্গাসহ নানা অপরাধীদের কাছে বিক্রির দায়ে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত পৌনে ৮টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় র্যাব।
গ্রেফতাররা হলেন- কক্সবাজার শহরের হরিজন পাড়া এলাকার জীবন বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস (২৪), পাহাড়তলী নতুন বাজার এলাকার মো. জামালের ছেলে মো. জাহিদ (১৯), শহরের খাজা মঞ্জিল এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. ইলিয়াছ (২৭), বদরমোকার এলাকার খুরশেদ আলমের ছেলে মো. ফারুক (১৯) ও হাসপাতাল সড়ক এলাকার কালীপদ সাহার ছেলে সুজন সাহা (৩০)। এ সময় তাদের কাছ থেকে ২০৪টি সিম কার্ড, নগদ টাকা, মোবাইল ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
তাদের গ্রেফতারের বিষয়টি রোববার এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় সাধারণ মানুষের এনআইডি ব্যবহার করে অবৈধভাবে নিবন্ধনকৃত সিম বিভিন্ন অপরাধী ও রোহিঙ্গাদের কাছে বিক্রির দায়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে এ অপকর্ম করে আসছে। এতে আরও কেউ জড়িত আছে কি না- খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে।
বিএসডি/ফয়সাল