নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ নিচ্ছে না চরমোনাইয়ের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (২৬ জুলাই) এ দলটির সঙ্গে ইসির সংলাপের সময়সূচী নির্ধারিত ছিল। জানা গেছে, অন্য তিনটি দল সংলাপে অংশ নিবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান চরমোনাই পীর বলেছেন, অতীত অভিজ্ঞতার কারণে তারা সংলাপে যাবেন না।
জানা গেছে, আজকের সংলাপে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে ১০ থেকে ১২ জন সদস্য ইসিতে যাবেন। এছাড়া এদিন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের নেতৃত্বে ১১ জনের সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর নেতৃত্বে মোট ১৩ জন সদস্য সংলাপে অংশ নেবেন।
বিএসডি/ফয়সাল