বেনাপোল প্রতিনিধি:
বেনাপোলের পুটখালী সীমান্তবর্তী (বালুন্ডা) জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় থেকে ১০টি স্বর্ণেরবারসহ হাসানুজ্জামান (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক পাচারকারী বেনাপোলের পুটখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। আজ মঙ্গলবার (২ আগস্ট) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি একটি অভিযানিক দল জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করে।
এ ব্যাপারে ২১ বিজিবি ব্যাটালিয়নের লে: কর্ণেল তানভীর আহম্মেদ (পিএসসি) জানান, গোপন খবরে জানতে পারি পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে- এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক দল জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় থেকে ১০টি স্বর্ণের বার ও ১টি মোটর সাইকেলসহ তাকে আটক করা হয়।
জব্দকৃত স্বর্ণের ওজন (১ কেজি ১০৮ গ্রাম)। যার আনুমানিক সিজার মূল্য- ৮৪ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত স্বর্ণের বার এবং মোটর সাইকেল শার্শা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা দেওয়া হেয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
বিএসডি/ এমআর