আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের শস্য রপ্তানির ওপর থেকে অবরোধ তুলে নিয়েছে রাশিয়া। এ জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। এই পদক্ষেপ পাঁচ মাস ধরে চলা সংঘাতকে যুদ্ধবিরতির দিকে নিয়ে যেতে পারে বলে মনে করেন সাবেক জার্মান চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার।
তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিনের ভালো বন্ধু হিসেবে পরিচিত।
গতকাল বুধবার লুক্সেমবার্গভিত্তিক টেলিভিশন আরটিএলকে দেওয়া এক সাক্ষাৎকারে গেরহার্ড এসব কথা বলেন। খবর আলজাজিরার।গত সপ্তাহে গেরহার্ড পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
তিনি বলেন, ক্রেমলিন সমঝোতার মাধ্যমে এ সমস্যার সমাধান চায়, এটা একটা সুখবর। এ ক্ষেত্রে শস্য রপ্তানি চুক্তি প্রাথমিক সফলতা। হয়তো শিগগিরই এটি যুদ্ধবিরতিতে গড়াতে পারে।
সোমবার ইউক্রেনের ওডেসা বন্দর থেকে শস্যভর্তি প্রথম জাহাজটি লেবাননের উদ্দেশে ছেড়ে যায়। মঙ্গলবার জাহাজটি ইস্তাম্বুলে পৌঁছায়। গতকাল বুধবার সেখানে তুরস্ক, ইউক্রেন, রাশিয়া ও জাতিসংঘের সমন্বয়ে গঠিত জয়েন্ট কন্ট্রোল সেন্টারের (জেসিসি) কর্মকর্তারা জাহাজের পণ্য পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।
পরীক্ষায় ছাড় পেয়েছে প্রথম শস্য জাহাজটি। জাহাজটি লেবাননের ত্রিপোলি বন্দরের উদ্দেশে ইস্তাম্বুল ত্যাগ করার কথা রয়েছে।