ডিআইইউ প্রতিনিধি
নিজেকে সমৃদ্ধি করার প্রত্যয়ে তোমাদের এগিয়ে যেতে হবে অনেক দূর-মাহফুজুর রহমান চেয়ারম্যান, ডিআইইউ।
প্রকৌশলী বিদ্যা হল নিজেকে প্রকাশ করার মাধ্যমে দেশ কে এগিয়ে নিয়ে যাওয়া।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত দুইজন শিক্ষক উচ্চতর ডিগ্রী অর্জনের উদ্দেশ্যে বিদেশ গমন উপলক্ষে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২৮ তম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁদের কে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
বিদায়ী শিক্ষক মন্ডলীরা হলেন ইউনিভার্সিটির সিভিল ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ মাহফুজুর রহমান ও মোঃ রবিউল ইসলাম,লেকচারার।
অনুষ্ঠানের বক্তব্যতে বিদায়ী শিক্ষকগণ ছাত্রদের উদ্দেশ্য অনেক উপদেশমূলক বাণী রাখেন।
এর প্রেক্ষিতে, সম্মানিত চেয়ারম্যান মহোদয় মোঃ মাহফুজুর রহমান স্যার ছাত্রদের উদ্দেশ্যে বলেন নিজেকে সমৃদ্ধি করতে এগিয়ে যেতে হবে অনেক দূর,কারন শুধু সাটিফিকেট অর্জন করলে হবে না,নিজের শিক্ষা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যাবে সেটাও অর্জন করতে হবে।
এ সময় বিদায়ী স্যারদের মাঝে ক্রেস্ট এবং উপহার প্রদান করা হয় এবং সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে স্যারদের জন্য জীবনের লক্ষ্য উন্নীত হওয়ার উদ্দেশ্যে শুভকামনা জানানো হয়।
বিদায়ী শিক্ষক মোঃ রবিউল ইসলাম তিনি বলেন তোমাদের জীবনের লক্ষ্য ভিন্ন হতে পারে, কিন্তু তোমরা যেই লক্ষ্যের দিকে ধাবিত হও না কেনো সেটার সর্বোচ্চ পর্যায়ে যেতে হবে যাতে তোমাদের পড়াশোনার মান বা কর্মের একটা সুফল পাও।
২৮ তম ব্যাচ থেকে বিদায়ী স্যারদের উদ্দেশ্য করে সি.আর খালিদ হোসেন বক্তব্য রাখেন,তিনি বলেন এটা বিদায় না এটা স্যারদের উচ্চ পর্যায়ে শিক্ষণীয় একটি শিক্ষা যা স্যার গণ শিখে আমাদের সেই পথে অগ্রসর হতে সাহায্য করবে।
এই সময় প্রোগামে উপস্থিত ছিলেন,সিভিল ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক এস এম সাজ্জাদ আহমেদ শোভন স্যার , সহকারী অধ্যাপক কাউছার আলম স্যার,লেকচারার মঞ্জুর মোরশেদ স্যার,লেকচারার প্রান্ত রয় স্যার,লেকচারার ও ২৮ তম ব্যাচের গাইড শিক্ষিকা মনিকা রানী দাস।
আমন্ত্রিত শিক্ষক শিক্ষিকা মন্ডলীগণ বিদায়ী শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনেক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের নিজের দক্ষতা কাজে লাগিয়ে কিভাবে সামনে অগ্রসর হওয়া যায় সে বিষয়ে নানা উপদেশ দেন।
বিএসডি/ফয়সাল