ডেস্ক নিউজ-
পেরুকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল। এতে টানা দ্বিতীয়বারের মতো কোপার ফাইনালে উঠলো নেইমাররা।
ম্যাচের প্রথম গোল আসে ৩৪ মিনিটে। নেইমারের বাড়িয়ে দেওয়া বল বাম পায়ের দারুণ শটে পেরুর জালে জড়িয়ে দেন পাকুয়েতা। সেই গোলেই ফাইনাল নিশ্চিত হয় ব্রাজিলের।
যদিও দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে ঠিক ‘ব্রাজিলের’র মত মনে হলো না। একক আধিপত্য বিস্তার করে খেলেছে পেরু। বরং পুরো দ্বিতীয়র্ধে পেরুর আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিলো ব্রাজিলের রক্ষণভাগ। গোলরক্ষক এডারসন দৃঢ়তা দেখাতে না পারলে হয়তো বিদায়ই নিতে হতো ব্রাজিলকে।
মঙ্গলবার (৬ জুলাই) রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে শেষ চারের ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও পেরু। যেখানে ব্রাজিল ১-০ গোলে পেরুকে হারিয়ে নিশ্চিত করেছে কোপার ফাইনাল। কিন্তু প্রশ্ন থেকেই যায় এই পারফর্মেন্স দিয়ে কাপ ধরে রাখতে পারবে তো ব্রাজিল?
সাজ্জাদ/কাইয়ুম