বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিন বহিরাগতকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে প্রক্টরিয়াল টিমের তত্ত্বাবধানে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়। আটকের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী ও শাহবাগ থানা সুত্রে নিশ্চিত হওয়া গেছে। আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দেব কুমার(২২), একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসকিন(২৪), ইয়াসিন আরাফাত(২৬) ও কহিনুর(২৫)। প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী জানান, সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে মেডিকেল সেন্টারের সামনে গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও প্রক্টরিয়াল টিমের মাদকের বিরুদ্ধে যে ধারাবাহিক অভিযান, তারই অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। পরবর্তীতে শাহবাগ থানায় সোর্পদ করা হয়েছে। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।
বিএসডি/সাজ্জাদ