খেলাধূলা প্রতিবনিধি:
রবিবার রাতে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচে দুটি ক্যাচ মিস করেছেন পাকিস্তানের লেগস্পিনার শাদাব খান। দুইবার জীবন পেয়ে ৪৫ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন রাজাপাক্ষে, শ্রীলঙ্কার স্কোরটাকে নিয়ে যান ১৭০ রানে। ম্যাচ শেষে ক্যাচ মিসের জন্য ক্ষমা চেয়েছেন শাদাব।
পাকিস্তান দলের দলের সেরা ফিল্ডার ভাবা হয় শাদাবকে। ফাইনালে দুটি ক্যাচ মিস করায় পাকিস্তানের হারের দায় নিজের কাঁধে নিয়েছেন শাদাব। টুইটারে পাকিস্তান দলের একটি ছবি পোস্ট করেছেন, ক্যাপশনে শাদাব লিখেছেন, ‘ক্যাচই ম্যাচ জেতায়। দুঃখিত। এই পরাজয়ের দায় আমি নিচ্ছি। আমি আমার দলকে পিছিয়ে দিয়েছি। দলের জন্য ইতিবাচক বিষয় হলো – নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ ও পুরো বোলিং আক্রমণ দুর্দান্ত ছিল। মোহাম্মদ রিজওয়ান একাই লড়েছে। দলের সবাই তাদের সেরাটা চেষ্টা করেছে। অভিনন্দন শ্রীলঙ্কাকে। ’
শ্রীলঙ্কার দেওয়া ১৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান থামে ১৪৭ রানে। ২৩ রানের এই জয়ের ফলে ষষ্ঠবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল শ্রীলঙ্কা।
বিএসডি/এফএ