ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সমাজবিজ্ঞান বিভাগ আয়োজিত “সামাজিক গবেষণায় পদ্ধতিগত সমস্যা: বাংলাদেশ প্রেক্ষিত” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার ) সকাল ১০ ঘটিকায় সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এ এইচ এম জেহাদুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক আব্দুর রহিম মোল্লা।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগের ডীন ড.শওকত আরা হোসেন , ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জাহিদুল ইসলাম,ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক তাহমিনা খান,সহযোগী অধ্যাপক ফজলুল হক পলাশ, সহকারী অধ্যাপক তানজিলা শবনম,সহকারী অধ্যাপক জমশেদুর রহমান, প্রভাষক ড. শামীম হামিদী,প্রভাষক আরমিনা আক্তার,প্রভাষক তাহফিমুল ইসলাম,প্রভাষক তৌহিদুল ইসলাম,ডেপুটি রেজিস্ট্রার নাজমা সুলতানাসহ সমাজবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
বিএসডি/এফএ