নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হয়ে যাচ্ছে। অর্থনীতি আজ ধ্বংসের শেষ সীমায়। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এমনকি বর্তমান সরকারের একজন মন্ত্রী নিজেও এ কথা বলছেন।’
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী নবীনদল আয়োজিত প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি। ড. মোশাররফ আরও বলেন,‘ বাংলাদেশে এখন হাইব্রিড গণতন্ত্র চলছে। অনির্বাচিত এই সরকার দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধ্বংস এবং তাদের ভোটাধিকার হরণ করে বাকশালী গণতন্ত্র চালু করেছে।’
ড. মোশাররফ বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। বিনা ভোটের সরকার বলে জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নাই। এজন্যই এক লাফে জ্বালানি তেলের দাম পঞ্চাশ শতাংশ বাড়িয়েছে। পৃথিবীতে এমন নজির আর নেই।’
মিরপুরে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ এক হয়ে হামলা করেছে অভিযোগ করে তিনি বলেন, ‘দ্রব্যমূল্য ও জ্বালানির দাম বৃদ্ধির কথা বলতে গেলে পাখির মতো গুলি করে তারা হত্যা করে। এই আন্দোলন বিএনপির না, এটা জনগণের দাবি। তাদের দাবি তুলে ধরার কারণে এই হামলা চালানো হচ্ছে। পুলিশ সেখানে টিয়ারগ্যাস ছুড়ছে, গুলি করছে।’
সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ব্যপারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।
বিএসডি/এফএ