গবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০২২ এর কাবাডি ইভেন্টে প্রথম আসরেই চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি)। রোববার (১৮ সেপ্টেম্বর) আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়।
ফাইনালের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় সকাল ১০ টায়। প্রথম ম্যাচে মুখোমুখি হয় গণ বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রমীলা কাবাডি দল। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকা ড্যাফোডিল শেষ পর্যন্ত ৪৫-২২ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
দুপুর ৩টায় পুরুষ ইভেন্টও গবির প্রতিপক্ষ ড্যাফোডিল। এই ম্যাচটি ছিল যেন বদলা নেওয়ার ম্যাচ। মেয়েদের হারের মধুর প্রতিশোধ নেয় গণ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা। ৪১-২৩ পয়েন্টে ব্যবধানে স্বর্ণ নিজেদের করে নেয় আলিফ হোসেনের দল। দুই ড্যাফোডিল-গবির লড়াইয়ে শেষ পর্যন্ত পদক ভাগাভাগি করে ক্ষান্ত থাকতে হয় দুই দলেরই।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাসান মাহমুদ। তিনি বলেন, ‘ আমাদের গ্রামীণ খেলা গুলোর মধ্যে কাবাডি একটি। ক্রিকেট ফুটবল আমাদের খেলা নয়, তবে কাবাডি আমাদের খেলা। এই খেলা আস্তে আস্তে এশিয়ার গন্ডি পেরিয়ে বিশ্ব দরবারে প্রবেশ করছে।’
তিনি আরও বলেন, ‘ আমাদের দেশকে যদি মাদক মুক্ত করতে হয়, এই সন্ত্রাসী কর্মকান্ডের হাত থেকে যদি তরুণদের রক্ষা করতে হয়, তারুণ্যের যদি বিকাশ ঘটাতে হয়, তারুণ্যের মেধা ও মূল্যবেধের মনন ঘটিয়ে যদি নতুন একটি প্রজন্ম তৈরি করতে হয় তবে তার সাথে খেলাধুলা থাকতে হবে। ‘
উল্লেখ্য, বঙ্গবন্ধু টুর্নামেন্ট ৩য় বারের মতো আয়োজিত হলেও কাবাডি খেলা নতুন যোগ করা হয়েছে। এই ইভেন্টের প্রথম আসরে ছেলেদের চারটি গ্রুপে ১৫টি দল এবং মেয়েদের দুইটি গ্রুপে ৮টি দল অংশ নেয়।
বিএসডি/এফএ