নিজস্ব প্রতিবেদকঃ
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘বর্তমানে যারা মেধাশূন্য, দুর্নীতিগ্রস্ত, অনিয়ম করছে এমন মানুষের উত্থান ঘটেছে। এ কারণে দেশে সুশাসনের অভাব হয়েছে। দেশে এখন একনায়কতন্ত্র চলছে। সার্বিকভাবে এর ফলাফল আমরা ভোগ করছি। দেশের উন্নয়নে গণতন্ত্রের চেয়ে স্বৈরতন্ত্র বেশি ভালো এমন কথা বলছেন খোদ সরকারদলীয় নেতারা।’
আইনের দৃষ্টিতে সবাই সমান নয় মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দলীয় কারণে এক শ্রেণির মানুষ আইনের ঊর্ধ্বে অবস্থান করছেন এবং সরকার দলের লোকেরা এ সুযোগে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। সরকারের সমালোচনাকারীদের রাষ্ট্রবিরোধী বলে আখ্যায়িত করা হচ্ছে। মানুষকে বিভিন্নভাবে নাজেহাল করা হচ্ছে।’
এ সময়ে মানুষকে কথা বলার অধিকার দেওয়ার দাবি জানিয়ে জি এম কাদের বলেন, ‘গণতান্ত্রিক দেশে সমালোচনার অধিকার দিতে হবে। সরকারের সমালোচনা মানেই ষড়যন্ত্রকারী নয়।’
বিএসডি/কাফি