স্পোর্টস ডেস্ক-
ক্যারিয়ারে এর আগে আরও চারটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে খেলেছেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টিনার হয়ে তার প্রতিটি টুর্নামেন্টই শেষ হয়েছে হতাশায়। এবার এসেছেন পঞ্চম আসরের ফাইনালে, এবারও মেসিকে একরাশ হতাশা উপহার দিতে বদ্ধপরিকর ব্রাজিল, জানিয়েছেন ব্রাজিল ডিফেন্ডার মারকিনিয়োস।
পিএসজি ডিফেন্ডার মারকিনিয়োস বলেন, ‘নিজের ইতিহাস আর সে যেভাবে সবকিছু জয় করেছে, তাতে মানুষজন চাইবে মেসিই জিতুক। কিন্তু মেসিকে লক্ষ্য অর্জন থেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টাটাই করব আমরা।’
সেজন্যে কোচ তিতের ওপর দারুণ আস্থা ব্রাজিল ডিফেন্ডারের। তিনি বলেন, ‘একজন খেলোয়াড় নিয়ে মেসিকে আটকানো কঠিন। আমাদের একটা পুরো রক্ষণাত্মক প্রক্রিয়া প্রয়োজন, আর আমাদের কোচ তিতে জানেন আমাদের করণীয় কী। শুধু মেসিতেই মনোযোগ দেওয়া যাবে না, কারণ শুধু তার ওপর মনোযোগী হলে অন্যরা ব্যবধান গড়ে দিতে পারে।’
পিএসজি তারকার মতে ব্রাজিল যোগ্য দল হিসেবেই এসেছে ফাইনালে। বললেন, ‘যারাই এখন পর্যন্ত মাঠে নেমেছে, যারা নামবে, সবাই শিরোপা জয়ের যোগ্য। জৈবসুরক্ষা বলয়ে আমরা ৪৫ দিন ধরে আছি, পরিবারকে দেখতে পাচ্ছি না। সেরা দলটাই জিতবে, আর আমি আশা করছি এটা ব্রাজিলই হবে।’
কোপা আমেরিকার এই ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইয়ের গুরুত্বটা কেমন তাও জানালেন কোপা আমেরিকায় ব্রাজিলের অন্যতম অধিনায়ক। বললেন, ‘এটা কেবলই একটা ফুটবল ম্যাচ নয়। সেই ছোটবেলা থেকে, এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে খেলার স্বপ্ন দেখতাম। এই ম্যাচের ইতিহাসের জন্য, এখানে খেলে গেছেন পেলে, জিকো, রোনালদো, রোনালদিনহো, অন্যদিকে মেসি, ম্যারাডোনাদের মতো খেলোয়াড়, সেজন্য। এ খেলাটা ফুটবল বিশ্বকেই তুলে ধরে, কেবল দক্ষিণ আমেরিকাকে নয়। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের সময় বিশ্ব থমকে যায়।’
আগামী ১১ জুলাই ফাইনালের এই লড়াইয়ে কোন দল জিতবে, সেটাও জানালেন তিনি। বললেন, ‘যে সবচেয়ে কম ভুল করবে সেই বিজয়ী হবে। কারণ খেলাটায় ছোট জিনিষই পার্থক্য গড়ে দেবে।’
দ্বিতীয় সেমিফাইনালের কিছু পরেই খুব খারাপ একটা খবর পেয়েছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে সরাসরি লাল কার্ড দেখার কারণে ব্রাজিল স্ট্রাইকার গ্যাব্রিয়েল খেলতে পারেননি সেমিফাইনালে, একই কারণে এবার জেসুস খেলতে পারবেন না ফাইনালেও। এমন শাস্তিকে বেশি রুঢ় বলেই মনে হচ্ছে ব্রাজিল ডিফেন্ডারের। মারকিনিয়োসের কথা, ‘এটা কঠিন। কারণ সে গুরুত্বপূর্ণ খেলোয়াড় আর সে মাঠে ব্যবধান গড়ে দেয়। আমার মনে হচ্ছে শাস্তিটা বেশিই হয়ে গেছে তার জন্য।’