খেলাধূলা প্রতিনিধি:
নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশেষ সুবিধা করতে পারেনি পাকিস্তান। ক্রাইস্টচার্চে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক বাবর আজম।
ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে পাকিস্তান। ফলে এই ম্যাচ জিততে নিউজিল্যান্ডের দরকার ১৩১ রান।
মঙ্গলবার ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। অন্যতম সেরা দুই ব্যাটসম্যান ওপেনার রিজওয়ান ১৬ ও বাবর আজম ২১ রান করে শুরুতেই বিদায় নেন।
মিচেল স্যান্টনার বল হাতে নিয়েই কাঁপালেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে। নিজের দুই ওভারে তিন বলের ব্যবধানে ২ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ড স্পিনার। অষ্টম ওভারের পঞ্চম বলে শান মাসুদকে (১৪) ব্রেসওয়েলের ক্যাচ বানান এবং তারপর দশম ওভারের প্রথম বলে শাদাব খানকে (৮) প্যাভিলিয়নে ফেরান তিনি টিম সাউদির ক্যাচ বানিয়ে।
পঞ্চম ওভারের দ্বিতীয় বলে মাইকেল ব্রেসওয়েলের শিকার হন পাকিস্তানি ব্যাটসম্যান। ১৭ বলে ১৬ রান করে জিমি নিশামের হাতে ক্যাচ দেন রিজওয়ান। এর পর ইফতেখার করেছেন দলের সবোর্চ্চ রান ২৭। এ ছাড়া আসিফ আলি করেছেন ২০ বলে ২৫ রান। তা ছাড়া করোর ব্যাটে দুই অংকের রান আসেনি।
সিরিজে দুই ম্যাচে দুটিতেই জিতে ফাইনালের পথে অনেকটা এগিয়ে পাকিস্তান। আজ জিতলে তাদের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে দুই ম্যাচ খেলে একটিতে জিতেছে নিউজিল্যান্ড। মুখোমুখি দেখায় তারা হেরেছিল পাকিস্তানের কাছেই।
বিএসডি/এফএ