তেজগাঁও কলেজে প্রতিনিধি:
গত মঙ্গলবার তেজগাঁও কলেজের অধ্যক্ষ হিসেবে প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদের দায়িত্ব গ্রহণের ছয় ৬ মাস পূর্তিতে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে প্রশাসনিক, শিক্ষা কার্যক্রম ও সার্বিক বিষয়ে মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ। সভাটি সঞ্চালনা করেন তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন ও একাডেমিক) প্রফেসর আঞ্জুমান আরা।
মূল্যায়ন সভা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান প্রফেশনাল ভবনের প্রিন্সিপাল আবদুর রশীদ অডিটোরিয়ামে দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সকাল ১১ টায় কর্মকর্তা- কর্মচারীদের এবং দুপুর ১.৩০ মিনিটে শিক্ষকবৃন্দের সাথে।
সভার শুরুতে তেজগাঁও কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধিগণ ও তেজগাঁও কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে অধ্যক্ষ ড. মোঃ হারুন-অর-রশিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য যে, প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ গত ১২ এপ্রিল, ২০২২ তারিখে তেজগাঁও কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করে শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য ছয় মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
বিএসডি/এফএ