বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল বন্দর থানার সামনে ট্রাকের চাপায় শ্যামসুন্দর (৫৭) নামে এক ভারতীয় ট্রাক চালক নিহত হয়েছেন।
আজ রবিবার (১৬ অক্টোবর) সকাল ৮ টার দিকে বেনাপোল বন্দর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্যামসুন্দর ভারতের মথুরার আমরালা এলাকার তেজী সুন্দরের ছেলে।
এ ঘটনায় ঘাতক ট্রাক চালক শিলনকে আটক করেছে বেনাপোল বন্দর থানা পুলিশ। আটক শিলন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হাকিমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। জানা যায় আটক শিলন ওই ট্রাকের হেলপার।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় ট্রাক চালক শ্যাম সুন্দর বন্দরের ভেতরে ট্রাক রেখে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় বাংলাদেশি ট্রাক (কুষ্টিয়া ট – ১১,১০৭৪) নম্বরের একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থেেলএসে মরদেহ উদ্ধার করেন।
এব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন কামাল ভূইয়া বলেন, আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পায়, ট্রাকের চাকায় পৃষ্ঠ এক ভারতীয় ট্রাক চালক নিহত হয়েছেন।এমন খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘাতক ট্রাকটি ও ট্রাকের চালককে আটক করতে সক্ষম হই। এ ঘটনায় পোর্ট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিএসডি/এফএ