নিজস্ব প্রতিবেদক:
সারাবিশ্বে আজ সোমবার (১৭ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব ট্রমা দিবস। সড়ক দুর্ঘটনা, আগুনে পোড়াসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনায় আহত মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সচেতনতা সৃষ্টির জন্য দিবসটি পালন করা হয়ে থাকে।
শরীরে বা মনে সৃষ্ট কোনো আঘাতকে সাধারণত আমরা ট্রমা হিসেবে জানি। এর মধ্যে রয়েছে-সড়ক দুর্ঘটনা, আগুনে পুড়ে যাওয়া, হিংস্রতা, নারী, শিশু ও বয়স্কদের প্রতি শারীরিক বা মানসিক নির্যাতন। এরকম বিভিন্ন দুর্ঘটনায় আহত মানুষের চিকিৎসা ও সেবায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই ট্রমা দিবস পালন করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে বিশ্ব ট্রমা দিবস পালিত হলেও বাংলাদেশে সরকারিভাবে দিবসটি পালন করা হয় না। তারপরও বেসরকারিভাবে দেশে কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করে থাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, প্রতি বছর বিশ্বে প্রায় ১২ লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত এবং পাঁচ কোটিরও বেশি মানুষ আহত হয়। উন্নয়নশীল দেশগুলোতে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে প্রায় ৫০ শতাংশ মানুষের মৃত্যু হয়। যদিও বাংলাদেশে সরকারি পর্যায়ে এর সঠিক কোনো পরিসংখ্যান নেই বলে জানা গেছে।
বিএসডি/এফএ