নিজস্ব প্রতিবেদক:
এসএসসি-২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ফেসবুক গ্রুপ “এসএসসি-২০১৩ স্টুডেন্ট’স অব বাংলাদেশ” এর উদ্যোগে রাজধানী ঢাকায় দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে “এসএসসি’১৩ মিলন মেলা ২০২২”।
আগামী ১১ই নভেম্বর (শুক্রবার) রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘর মিলনায়তনে এই মিলন মেলা অনুষ্ঠিত হতে হবে।
উক্ত মিলন মেলায় দিনভর বিভিন্ন অনুষ্ঠানের সূচি রাখা হয়েছে এর মধ্যে। সকাল নয়টায় টি-শার্ট বিতরণের মাধ্যমে শুরু হয়ে রাত আট টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হওয়ার কথা রয়েছে।
মনোজ্ঞ ও জমকালো আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে দেশের জনপ্রিয় ইউটিউব সংগীতশিল্পী তাসরিফ খানের পাশাপাশি মঞ্চ মাতাবেন এসএসসি ২০১৩ ব্যাচের গায়ক, নৃত্যশিল্পী, কৌতুক অভিনেতা সহ সাংস্কৃতিক অঙ্গনের অন্যান্য ব্যাক্তিরা।।
এই অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক কোন অধিনায়ককে যিনি বর্তমানে মাঠের চেয়ে মাঠের বাহিরে বেশি জনপ্রিয়। যাকে হাজার হাজার তরুণ-তরুণী এখনও আইডল মানে। যার মাঠের নেতৃত্ব বাংলাদেশের মানুষের মন জয় করে নেওয়ার পাশাপাশি রাজনৈতিক মাঠেও সফল তিনি। সেই মানুষটি উৎসাহ যোগাতে আসছেন শাহবাগে এসএসসি’১৩ ব্যাচের মিলন মেলায়।
আয়োজক কমিটির আহ্বায়ক রকি বলেন, “পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কটির নাম বন্ধুত্ব” এই চিরসত্য বাক্যটির গভীরতা কতটা, তা তখনই বোঝা যায় যখন যাপিত জীবনে খুঁজে পাওয়া যায় সত্যিকারের বন্ধুদেরকে। আবার দুঃখের দিনগুলোতেও লড়াইয়ের তুমুল সাহস জোগায়’ এই বন্ধু। তাই এমন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বন্ধু দের সাথে একদিন সময় কাটানোর সুযোগ আমাদেরকে আরো কাছাকাছি থাকতে সহযোগিতা করবে বলে মনে করি।
বিএসডি/ আর এইচ