আন্তর্জাতিক ডেস্ক:
করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় চীনে অ্যাপলের সবচেয়ে বড় সরবরাহকারী ফক্সকনের কারখানা থেকে পালাচ্ছে শ্রমিকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওর বরাত দিয়ে মঙ্গলবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
চীনের ঝেংঝু শহরে অবস্থিত তাইওয়ানের কোম্পানিটি তাদের কারখানার ভেতরে সংক্রমণ ঠেকাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছুটির দিনগুলো শুরু হওয়ার আগেই উৎপাদন বন্ধ করে এভাবে শ্রমিকদের পালিয়ে যাওয়ার কারণে ব্যাপক চাপের মুখে রয়েছে ফক্সকন। শ্রমিকদের দৈনিক মজুরি চারগুণ বাড়ানোর ঘোষণাও দিয়েছে কর্তৃপক্ষ।
চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে পোস্ট করা এক বিবৃতিতে ফক্সকন কর্মীদের উদ্দেশে বলেছে, ‘(আমরা) আপনাদের বাড়িতে ফিরে যাওয়ার আগ্রহ পুরোপুরি বুঝতে পারি। যে সব কর্মচারী স্বেচ্ছায় কোম্পানির কারখানা এলাকায় থাকবেন তাদের জন্য, বন্দর সরকার এবং কোম্পানি যৌথভাবে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করবে।’
করোনার সংক্রমণ প্রতিরোধে চীন ‘শূন্য কোভিড নীতি’ অবলম্বন করে। এই নীতির আওতায় সংক্রমিত ও সম্ভাব্য সংক্রমিত অঞ্চলগুলোতে কঠোর লকডাউন আরোপ করা হয়। লকডাউনের আওতায় থাকা ব্যক্তিদের কোনোভাবেই এলাকা থেকে নির্দিষ্ট তারিখ পর্যন্ত বের হতে পারে না। অভিযোগ রয়েছে, অনেক এলাকায় বাসিন্দাদের খাদ্য সঙ্কটের মতো পরিস্থিতিতে পড়তে হয়েছে।
চীনা সরকারি সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে শহর থেকে পালানোর জন্য ফক্সকনের অনেক কর্মী মাইলের পর মাইল হেঁটেছেন। এই সংবাদ প্রকাশের পর ফক্সকন জানিয়েছে, বাড়ি ফিরতে ইচ্ছুক কর্মীদের জন্য তারা যানবাহনের ব্যবস্থা করছে।
বিএসডি/এফএ