নিজস্ব প্রতিবেদক:
সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ৫ নভেম্বর পর্যন্ত ভোলা-বরিশাল নৌরুটে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকরা। বরিশালে বিএনপির সমাবেশ ঘিরে স্পিডবোট চলাচল বন্ধ করা হয়েছে বলে অভিযোগ দলটির নেতাকর্মীদের।
ভোলার স্পিডবোট মালিক মঞ্জুরুল আলম বলেন, ধর্মঘট ডাকা হয়েছে ৫ নভেম্বর পর্যন্ত। তবে তিনি কোনো কারণ জানাতে পারেননি।
বরিশাল স্পিডবোট ঘাটের লাইন ইনচার্জ তারেক শাহ বলেন, বরিশাল থেকে কোনো বোট বন্ধ হয়নি। ভোলা থেকে বোট বন্ধ করা হয়েছে, তবে কোনো কারণ জানাননি তারা।
এদিকে স্পিডবোট বুধবার সন্ধ্যার পর থেকে বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ভোলার ভেদুরিয়াঘাটে যাত্রীদের সঙ্গে বুধবার বিকালেও স্পিডবোট মালিক-চালকদের গোলযোগের খবর পাওয়া গেছে।
তবে বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন, ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যাতে নেতাকর্মীরা আসতে না পারেন, সে কারণেই বন্ধ করা হয়েছে স্পিডবোট চলাচল।
বিএসডি/এফএ