নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা গরুর একটি চালান আটক করেছে সুনামগঞ্জ-২৮ বিজিবি।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় এই গরুর চালান আটক করা হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। এ ছাড়া জেলার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় চিনি, প্রসাধনী, বিস্কুট এবং মাদকসহ প্রায় ১০ লক্ষ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্য শুল্ক কার্যালয় এবং মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে পাঠানোর প্রস্তুতি চলছে।
সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানা গেছে, মধ্যনগর উপজেলার মাটিয়াবন বিউপির টহল দল বুধবার সন্ধ্যায় সীমান্তের ১১৯০ নম্বর পিলার সংলগ্ন কাইতকোণা থেকে ভারতীয় গরুর একটি চালান আটক করে। এই চালানে নয়টি গরু ছিল। চোরাকারবারিরা এসব গরু অবৈধ পথে দেশে নিয়ে আসছিল। খবর পেয়ে বিজিবির টহল দল তাড়া করলে চোরাকারবারিরা গরুর চালান রেখে পালিয়ে যায়। আটককৃত এই গরুর মূল্য প্রায় ছয় লক্ষ ৭০ হাজার টাকা।
সূত্র আরো জানায়, এই গরুর চালানের পাশাপাশি তাহিরপুর সীমান্তের বড়গোপটিলা থেকে ভারতীয় চিনি, বিশ্বম্ভরপুর উপজেলার গামারিতলা থেকে ভারতীয় মদ, দোয়ারাবাজার উপজেলার দক্ষিণ কলোনী থেকে ভারতীয় চিনি, তাহিরপুর উপজেলার রজনী লাইন থেকে ভারতীয় মদ, একই উপজেলার চানপুর বিউপির টহল দল রাজাই নামক স্থান থেকে ভারতীয় মদ, সুনামগঞ্জ সদর উপজেলার চৌমুহনী থেকে ভারতীয় প্রসাধনী-বিস্কুট জব্দ করেছে। গরুর চালানসহ জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১০ লক্ষ ১০ হাজার ৩৬০ টাকা।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত গরু ও জব্দকৃত পণ্য শুল্ক কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে জমাদানের প্রস্তুতি চলছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সক্রিয় রয়েছে বলে জানান তিনি।
বিএসডি/এফএ