নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার আদাবর এলাকা হতে ৩ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ভূট্টু’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১ নভেম্বর র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার আদাবর থানাধীন বাইতুল আমান হাউজিং এলাকায় একটি অভিযান পরিচালনা করে বগুড়া জেলার গাবতলী থানার ৩টি মামলা যার মামলা নং- ২৫২/১৫, ২৯৭/১৭ ও ১৩৮/১৭ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯(১) এর ৯(ক) মামলা সমূহের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রফিকুল ইসলাম ভুট্টু (৪৮)’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উল্লেখিত ৩টি মামলার রায় প্রকাশের পর আইনের হাত থেকে বাচার জন্য সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএসডি/এফএ