নিজস্ব প্রতিবেদক:
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে রোববার (৬ নভেম্বর) বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন প্রণয় কুমার ভার্মা। গুরুত্বপূর্ণ এ পদে তিনি বিক্রম দোরাইস্বামীকে স্থলাভিষিক্ত করেন। ভার্মা এরআগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ভারতীয় কূটনীতিক হিসেবে তিনি হংকং, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতেও কাজ করেছেন।
চলমান এনডিসি কোর্সে বাংলাদেশ ও বিদেশী দেশগুলোর সামরিক ও বেসামরিক অংশগ্রহণকারীদের কাছে ভারতের বৈদেশিক নীতি, উন্নয়ন এবং নিরাপত্তা কৌশল সম্পর্কে একটি ভাষণ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। এনডিসিতে তাকে স্বাগত জানান এর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোঃ আকবর হোসেন।
ইত্তেফাক/ডিএস
বিষয়:
বাংলাদেশ ভারত ভিয়েতনাম ভারতীয় হাইকমিশনার আমন্ত্রণ