নিজস্ব প্রতিবেদ:
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) হাসপাতালের গাইনি বিভাগ থেকে বাচ্চাটি চুরি হয়।
চুরি যাওয়া নবজাতক বগুড়া সদর উপজেলার এরুলিয়া বানদিঘী এলাকার সৈকত হাসান ও মোছা. ইতি খাতুনের ছেলে।
নবজাতকের নানি সালেহা বেগম জানান, গত ৬ নভেম্বর হাসপাতালে তার মেয়ে ইতি একটি ছেলে সন্তান প্রসব করেন। বুধবার ইতি ও বড় মেয়ে রোজিনা বাচ্চকে নিয়ে গাইনি ওয়ার্ডে বসে ছিলেন। এসময় অপরিচিত এক নারী নবজাতক জন্ম হওয়ায় তাদেরকে সরকারিভাবে পাঁচ হাজার টাকা সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এরপর তার বড় মেয়ে রোজিনা নাতিকে নিয়ে নিচ তলার বহিঃবিভাগে যান। একপর্যায়ে ওই নারী তার বড় মেয়েকে কিছু কাগজ ফটোকপি করার কথা বলে নাতিকে নিয়ে পালিয়ে যায়।
শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, বিষয়টি জানার পর থেকেই বাচ্চাটির খোঁজ করা হচ্ছে। সেই সঙ্গে মেডিক্যালে থাকা সিসি ক্যামেরা চেক করে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া, পুলিশকে অবগত করা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিএসডি/এফএ