রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১১৫ গ্রাম হেরোইন, ১৪২ বোতল ফেনসিডিল, ৭ লিটার দেশি মদ, ৯১০টি ইয়াবাট্যাবলেট ও ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।
বিএসডি/এসএস