দুই দিনের ব্যবধানে নানা সমালোচনার মুখে ডলার অগ্রিম বুকিংয়ের নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে অগ্রিম ডলার বুকিং দিতে পারবে শুধুমাত্র আমদানিকারকরা। বুকিংয়ের সর্বোচ্চ সময় হবে তিন মাস। প্রথম ঘোষণায় এ সময় ছিল সর্বোচ্চ এক বছর।
গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এ সংশোধিত সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ। এর আগে রবিবার (২৪ সেপ্টেম্বর) ডলারের অগ্রিম বুকিং সম্পর্কিত সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
এতে আগাম ডলার নেওয়ার ক্ষেত্রে পরবর্তী এক বছরের জন্য সর্বোচ্চ দাম কি হবে তা বেঁধে দেওয়া হয়। নতুন সার্কুলারে বলা হয়েছে- ডলারের দাম ‘এসএমএআরটি; বা স্মার্ট হারের সঙ্গে সর্বোচ্চ পাঁচ শতাংশ পর্যন্ত বেশি নিতে পারবে ব্যাংক।
নতুন নিয়মে রেট ঠিক রাখা হলেও সময় কমিয়ে তিন মাস নির্ধারণ করে দেওয়া হয় এবং ডলার বুকিং শুধুমাত্র আমদানিকারকদের মধ্যেই সীমাবদ্ধ করে দেওয়া হয়।’
আগাম ডলার বুকিংয়ের নির্দেশনায় জনমনে শঙ্কা সৃষ্টি হয়। পাশাপাশি ডলার ব্যবহারকারীদের মধ্যে তীব্র সমালোচনা হয়। তারা বলছেন, আগামীতে ডলার সংকট আরো বাড়বে।
এজন্য আগে থেকে ডলার বুকিং দিতে বলা হচ্ছে। অনেকে দাবি করছেন, এক বছর পর ডলারের রেট ১২৩ টাকা ছাড়িয়ে যেতে পারে।
বাংলাদেশ থেকে চলতি বছর প্রায় ১০০ কোটি ডলার বা ১০ হাজার কোটি টাকার কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হয়েছে। আগামী বছর তা ২০০ কোটি ডলারে পৌঁছে যাবে বলে মনে করেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) আহসান খান চৌধুরী।
এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। মেলা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান খান চৌধুরী বলেন, ‘আমরা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি। এখনকার সংকট একসময় কেটে যাবে। ২১৩টি কম্পানি এখানে এসে স্টল দিচ্ছে।
তারা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা করার জন্যই এসেছে। যারা আসছে, তাদের ব্যয় পাঁচ হাজার ডলারের কম নয়। তারা এসেছে, বাংলাদেশের বাজারে আরো ভালো ব্যবসা করার জন্য।’
তিনি আরো বলেন, ‘বাজারের মন্দাভাব সাময়িক সমস্যা। আমরা সরকারকে বলছি, নিরাশ হওয়ার কিছু নেই।
গত অর্থবছরে এক বিলিয়ন ডলার বা ১০ হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করতে সক্ষম হয়েছি। আমরা আগামী বছর দুই বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করব। বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাতে ব্যাপক উন্নতি লাভ করবে এবং উত্তরোত্তর দেশ এগিয়ে যাবে। বর্তমানে যতই কষ্টের মধ্য দিয়ে আমরা যাই না কেন, এটা সাময়িক সমস্যা। এটা কেটে যাবে এবং আমরা ভালো করব।’
তিনি বলেন, ‘বর্তমানে আমাদের দেশের পণ্য আফ্রিকায় ব্যাপক সমাদৃত হচ্ছে। আমরা আগে তিনটি ক্যাটাগরি নিয়ে ব্যবসা করতাম, এখন পাঁচটি ক্যাটাগরি নিয়ে ব্যবসা করছি। ভবিষ্যতে ১৫টি করব। বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য বিশ্বের ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় বিভিন্ন পণ্য, মেশিনারিজ প্রদর্শনী ছাড়াও কারিগরি সেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। বাংলাদেশের পাশাপাশি ভারত, শ্রীলঙ্কা, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, জার্মানি, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, তুরস্ক, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স, ডেনমার্ক, পোল্যান্ডসহ ২০টিরও বেশি দেশ অংশ নেবে। ২১৩টি প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাপার সাধারণ সম্পাদক মো. ইকতাদুল হক, কার্যনির্বাহী কমিটির সহসভাপতি আব্দুল মাজেদ, সদস্য নাজমুল হক, রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চানমোহন সাহা প্রমুখ।
বিএসডি/এসএস