যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক বিচারক বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার তার সম্পদের শত শত মিলিয়ন ডলারের ভুলভাবে উপস্থাপন করে প্রতারণা করেছেন। মঙ্গলবার নিউ ইয়র্কের একটি আদালতের বিচারক আর্থার এনগোরন এই রুল জারি করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ট্রাম্প ও তার পারিবারিক ব্যবসায়ের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার অংশ হিসেবে এই রুল জারি করেছেন বিচারক। তিনি বলেছেন, বছরের পর বছর ধরে সাবেক প্রেসিডেন্ট ব্যাংক ও বীমা কোম্পানির সঙ্গে প্রতারণা করেছেন।
এই রুলের ফলে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ট্রাম্পের ব্যবসা পরিচালনা কঠিন হতে পারে। সাবেক প্রেসিডেন্ট ও অপর আসামিরা দাবি করেছেন তারা কোনও প্রতারণা করেননি।
ট্রাম্প ও তার দুই প্রাপ্তবয়স্ক ছেলে এবং ট্রাম্প সংস্থার বিরুদ্ধে তাদের ব্যবসার প্রয়োজনে তাদের সম্পত্তির মূল্য ২ বিলিয়ন বাড়িয়ে দেখানোর অভিযোগ এনেছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।
তিনি দাবি করেছেন, বিবাদীরা ঋণ ও বীমা চুক্তিতে আরও সুবিধা পেতে এবং কম কর প্রদানের জন্য মিথ্যা নথি ও আর্থিক বিবরণী দাখিল করেছেন।
ট্রাম্পকে দায়ী ঘোষণার পাশাপাশি বিচারক এনগোরন কিছু সনদ বাতিল করার নির্দেশ দিয়েছেন। এসব সনদ করে ট্রাম্পের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান নিউ ইয়র্কে তাদের কার্যক্রম পরিচালনা করছিল। এর মধ্যে অন্যতম দ্য ট্রাম্প অরগানাইজেশন।
বিএসডি/এমএম