আন্তর্জাতিক ডেস্ক-
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। এছাড়া ডেল্টা প্লাসের চোখরাঙানির মধ্যেও দেশটিতে বাড়ছে সুস্থতার হার। ফলে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত রোগীর তুলনায় দেশটিতে সুস্থ হয়েছেন বেশি মানুষ।
সোমবার (১২ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ১৫৪ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে চার হাজারের বেশি।
সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি আট লাখ ৭৪ হাজার ৩৭৬ জন।
অন্য দিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে ১৭১ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন চার লাখ আট হাজার ৭৬৪ জন।
এ দিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমার ধারাবাহিকতা বজায় রয়েছে। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৬৪৯ জন। অন্য দিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৭ হাজারের একটু বেশি। আর সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ।
এক সময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে সাড়ে চার লাখে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে তিন হাজারের বেশি। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা চার লাখ ৫০ হাজার ৮৯৯ জন।
ভারতে করোনা ভাইরাস সংক্রমণের মোট হার কমে হয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার অবশ্য সামান্য বেড়েছে। এই সময়ে দেশটিতে কোভিড-১৯ সংক্রমণের হার ২ দশমিক ৫৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৪ লাখ ৩২ হাজার ৩৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৮১৩ জনের।
বিএসডি/সাজ্জাদ/মাজিদ