বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে রাখা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। তার বদলে দলে জায়গা পেয়েছেন শেখ মেহেদি হাসান।
মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়ে নিয়ে ম্যাচের আগের দিন থেকেই গুঞ্জন ছিল। আগের ম্যাচে কেবলমাত্র ৫ জন বোলার নিয়ে মাঠে নামার কারণে বেশ সমালোচনাই হয়েছিল। তবে ইংলিশদের মতো তারকাখচিত ব্যাটিং লাইনআপের বিপক্ষে সেই ঝুঁকি আর নেয়নি টাইগাররা। মাহমুদউল্লাহ রিয়াদের বদলে শেখ মেহেদিকে দলে নিয়ে বোলিং বিভাগকে কিছুটা হলেও শক্তিশালী করতে চেয়েছে বাংলাদেশ।
এই ম্যাচে ৬ জন বিশেষজ্ঞ বোলার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। স্পিন বিভাগে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে থাকছেন শেখ মেহেদী। পেস বোলিংয়ের নেতৃত্বে থাকবেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
পিচ রিপোর্ট জানাচ্ছে, আজকের পিচে ব্যাটিং করা কিছুটা কঠিনই হচ্ছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটাররাও সুবিধা পাবে পিচ থেকে। পিচের আচরণ জানাচ্ছে শুরুতে ফাস্ট বোলাররা কিছুটা হলেও সুবিধা পাবেন এখানে।
বিএসডি / এলএম