ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার রাত সোয়া ১১টার সময় তার খিলগাঁওয়ের বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাজধানীতে নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দুটি পৃথক মামলা রয়েছে। সেই দুই মামলায় ইউনুস মৃধাকে গ্রেফতার করা হয়েছে। রাতেই তাকে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম গণমাধ্যমকে বলেন, মাতুয়াইলে সংঘর্ষ, নাশকতার চেষ্টার পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধা। তাকে গ্রেফতারের পর আমাদের যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। আজ (সোমবার) দুপুরের পর তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
এ বিষয়ে ঢাকা মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে নিয়োজিত সাইদুর রহমান মিন্টু গণমাধ্যমকে বলেন, ইউনুস মৃধা সব মামলায় জামিনে আছেন।
বিএসডি/ এফ এ