নিজস্ব প্রতিবেদক
মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরুর ১৬ দিনে বরিশাল বিভাগের ছয় জেলায় ৫৭৪ জন জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১ হাজার ৮৮৫টি অভিযানের বিপরীতে ৭৩৭টি ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন
শনিবার (২৮ অক্টোবর) সকালে বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মৎস্য অধিদপ্তর বলছে, শুক্রবার পর্যন্ত সবচেয়ে বেশি দণ্ডিত হয়েছে বরিশাল জেলায় ৩৮৫ জন। এরপরে ভোলায় ১১৯, পটুয়াখালীতে ৬২ ঝালকাঠিতে ৭ ও বরগুনা জেলায় একজন।
বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেন, পুরো বিভাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আমরা মৎস্য শিকার, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। চলমান ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ করতে পারলে কয়েকগুণ উৎপাদন বেড়ে যাবে।
উল্লেখ্য, ১২ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়ে শেষ হবে ২ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।
বিএসডি/এমএম