জবি প্রতিনিধি :
করোনার কারনে বন্ধ থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম চালু করতে গত ১৩ জুলাই একাডিমক কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিলো আগামী ১০ আগস্ট শুরু হবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। কিন্তু করোনার প্রকোপ দিন দিন বাড়তে থাকায় সতর্ক অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ দুপুরে বিশ্ববিদ্যালয় ডিন কমিটির মিটিংয়ে আগামী ১০ আগস্টের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক মুঠোফোনে জানান, “যেহুতু কোভিড পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এই কারনে পূর্বঘোষিত ১০ আগস্টের পরীক্ষার তারিখ স্থগিত করা হলো এবং কোভিড পরিস্থিতি উন্নতির সাপেক্ষে পরীক্ষার শুরুর চার সপ্তাহ আগেই নতুন তারিখ ঘোষণা করা হবে। কারন শিক্ষার্থীদের সময় না দিয়ে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। যদি সরকারি সিদ্ধান্ত পজিটিভ হয় তখন মিটিং করে নোটিশের মাধ্যমে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।”
বিএসডি/ জবি/শ্রেয়সী সিকদার/সাজ্জাদ