ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলাকে সমর্থন করায় কুয়েত এক ভারতীয় নার্সকে বহিষ্কার করেছে। তাকে নিজ দেশ ভারতে ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে দুই ভারতীয়কে বহিষ্কার করলো কুয়েত।
খবর অনুসারে, ওই নার্স কুয়েতের আল-সাবাহ হাসপাতালে কর্মরত ছিলেন। এর আগে তিনি হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাসের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সংহতি এবং ফিলিস্তিনিদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে ইসরায়েলি পতাকা প্রদর্শন করেন।
এই ঘটনায় আইনজীবী বন্দর আল-মুতাইরি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
ওই নার্সকে জিজ্ঞাসাবাদে খোলাখুলিভাবে তিনি ইসরায়েলকে সমর্থনের কথা স্বীকার করেন।
বিএসডি/ এফ এ