গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ঘনবসতিপূর্ণ অঞ্চলটি।এরই মধ্যে গাজায় ইসরায়েলের বিমান হামলায় ৪৭টি মসজিদ ও সাতটি গির্জা ধ্বংস হয়েছে।
গাজার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।এছাড়াও গত তিন সপ্তাহে ২০৩টি স্কুল এবং ৮০টি সরকারি অফিসও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে গাজার মিডিয়া অফিস।
মিডিয়া অফিসের পরিচালক সালামা মারুফ জানান, ব্যাপক বোমা হামলার কারণে দুই লাখ ২০ হাজার আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩২ হাজার ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
এর আগে, গাজায় সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী একটি অর্থোডক্স সাংস্কৃতিক কেন্দ্র এবং দেড় হাজারেরও বেশি বাস্তুচ্যুত লোকের আশ্রয় নেওয়া একটি স্কুলেও বোমা হামলার হুমকি দিয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বোমায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে তিন হাজারের বেশি শিশু এবং দুই হাজারের বেশি নারী। আহত হয়েছে অন্তত ২০ হাজার মানুষ।
বিএসডি/এসএস