মাগুরায় হরতাল চলাকলে শহরের ভায়না মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার এজাহারে ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। আজ সোমবার সকালে মামলাটি দায়ের করেছেন বাসটির মালিক মোশারফ হোসেন। পুলিশ এ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন সদরের পারন্দুয়ালী গ্রামের আব্দুল গফুর মোল্ল্যার ছেলে মো: আমিরুল ইসলাম (৪৯), বরুনাতৈল গ্রামের রোকন বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (৩৮) ও ইছাখাদা গ্রামের মৃত হামেদ বিশ্বাসের ছেলে আক্তার বিশ্বাস।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, রবিবার দুপুরে শহরের ভায়না মোড় এলাকায় হরতাল সমর্থনকারী বিএনপি দলীয় নেতাকর্মীরা বাসে আগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় বাসটির মালিক মোশারফ হোসেন সোমবার সকালে বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এজাহার নামীয় ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত এ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।
বিএসডি/ এফ এ